রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

রমজানে নৈতিকতাবিরোধী কাজে নিষেধাজ্ঞা আরএমপির


প্রকাশিত:
২৪ মার্চ ২০২৩ ০১:৫৭

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৯:২৯

ফাইল ছবি

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সতর্কতা প্রজ্ঞাপন জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। প্রজ্ঞাপনে রমজান মাসের পবিত্রতা রক্ষায় শালীনতা ও নৈতিকতাবিরোধী কোনো কিছু প্রদর্শনসহ বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে আরএমপি কমিশনার আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ মার্চ) থেকে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ইবাদতের মাস পবিত্র রমজান উপলক্ষে নগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে আরএমপি। রমজান মাসজুড়ে আতশবাজি, পটকা ফুটানো, সর্বসাধারণের শ্রুতিগোচরে চিৎকার, গান-বাজনা, শালীনতা ও নৈতিকতাবিরোধী কোনো কিছু প্রদর্শন, বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ আইনে অর্পিত ক্ষমতাবলে আরএমপি কমিশনার আনিসুর রহমান এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

 

 

আরপি/এসআর-০৮


বিষয়: আরএমপি


আপনার মূল্যবান মতামত দিন:

Top