পঁচা মরিচ দিয়ে তৈরি হতো মরিচের গুঁড়া, ৪০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ীতে সেবার মান যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় পঁচা ও নষ্ট মরিচ দিয়ে মরিচের গুঁড়া তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ভোক্তা অধিদফতরের রাজশাহী জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।
অধিদফতরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী অভিযানের নেতৃত্ব দেন। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে মঙ্গলবার গোদাগাড়ী উপজেলায় বাজার তদারকির অভিযান চালানো হয়।
এসময় গোদগাড়ী উপজেলার ইমামগঞ্জের মেসার্স পান্না এন্টারপ্রাইজে পঁচা ও নষ্ট মরিচ দিয়ে মরিচের গুঁড়া তৈরী করার প্রমাণ মেলে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদফতরের এই কর্মকর্তা।
আরপি/এসআর-০৫
আপনার মূল্যবান মতামত দিন: