রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
২২ মার্চ ২০২৩ ০৩:৪৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪৭

ছবি: অভিযান

রাজশাহীর বাঘায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে আরাফাত স্টোরে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মহাজনপাড়া মোড়ে আরাফাত স্টোরের মালিক অফিদুল ইসলাম মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্যগুলো উদ্ধার করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার। 

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top