রাজশাহী বুধবার, ২৬শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২

হেরোইনের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৩ ০৩:১৬

আপডেট:
২৬ নভেম্বর ২০২৫ ০৫:০৬

প্রতীকী ছবি

রাজশাহীতে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১২ মার্চ) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার সাহা এ রায় দেন।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এন্তাজুল হক বাবু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম শহিদুল ইসলাম (৩৩)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দীপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, গত ২০২০ সালের ২৫ অক্টোবর ৫৯০ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে ধরা পড়েন শহিদুল ইসলাম। এ ঘটনায় র্যাব বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে। পরে আদালত মামলার বিচার কাজ শুরু করে। ৯ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণা শেষে আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top