রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

ভ্যান-রিকশা মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝরল ২ প্রাণ


প্রকাশিত:
৯ মার্চ ২০২৩ ০২:০৩

আপডেট:
৫ মে ২০২৪ ২০:২৬

প্রতীকী ছবি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের নিহত হয়েছেন। যাত্রীবাহী চার্জারভ্যানে করে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি অটোরিকশা মুখোমুখি ধাক্কা দিলে গুরুতর জখম হন তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বুধবার (৮ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালি থানার মোসলেমের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ভ্যানচালক রাহাত আলী (৪৫) ও যাত্রী রিনা বেগম (৫০)। এদের মধ্যে রিনা বেগম নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের বাসিন্দা ও রাহাত আলী পবার পারিলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে চার্জার ভ্যানে করে বেলপুকুরের দিক থেকে আসছিলেন রাহাত ও রিনা বেগম। অপরদিক থেকে ওই চার্জার অটোরিকশাটি বেলপুকুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মোসলেমের মোড় নামক এলাকায় পৌঁছালে অটো ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহন হন।

স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটো চালক পলাতক রয়েছেন। তবে অটো পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top