রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

আট স্বর্ণের বার বিক্রির পথে আটক যুবক


প্রকাশিত:
৫ মার্চ ২০২৩ ১১:১১

আপডেট:
৬ মে ২০২৪ ০১:৫৬

ছবি: আটক যুবক

রাজশাহীর গোদাগাড়ীতে আট স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে স্বর্ণের চালান বিক্রি করতে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে।

শনিবার (৪ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটকের পর গোদাগাড়ী থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া ওই যুবকের নাম কামরুজ্জামান (২৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

এ বিষয়ে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক পারভিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ব্যক্তি গোদাগাড়ীতে স্বর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে ইজি বাইকে চড়ে গোদাগাড়ীর দিকে আসছেন। পরে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কামরুজ্জামানকে আটক করা হয়।

এসময় তার কাছে থাকা ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণগুলো আসল কিনা তা পরীক্ষা করার জন্য গোদাগাড়ী উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকার উদ্ধারকৃত স্বর্ণগুলো আসল বলে নিশ্চিত করেন।

ওসি কামরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাদ শেষে এই ঘটনায় মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

আরপি/এসআর-০৩


বিষয়: আটক


আপনার মূল্যবান মতামত দিন:

Top