রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

ইজতেমায় এসে পদ্মায় গোসলে নেমে কিশোরের মৃত্যু


প্রকাশিত:
৪ মার্চ ২০২৩ ১১:৪২

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৮:২৩

প্রতীকী ছবি

রাজশাহীতে পদ্মা নদীতে পানিতে ডুবে এক কিশোরের প্রাণহানি ঘটেছে। ইজতেমায় অংশ নিতে এসে নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৩ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন পদ্মা নদীতে ডুবে তার মৃত্যু হয়।

রাজশাহী নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কিশোরের নাম সোহাইল (১৮)। তিনি রাজশাহী নগরীর সিঅ্যান্ডবির মোড় এলাকার গোলাম আযমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ওবাইদুল হক বলেন, শুক্রবার থেকে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্থানীয় পর্যায়ে তিন দিনের ইজতেমা শুরু হয়েছে। সোহাইলও ইজতেমায় অংশ নিয়েছিলেন। দুপুরে কয়েকজনের সঙ্গে ঈদগাহ মাঠ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে যান তিনি। কিছুক্ষণ পরে হঠাৎ তলিয়ে যান সোহাইল।

এসময় তার সঙ্গে থাকা অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর সোহাইল পানিতে ভেসে উঠলে তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

 

 

আরপি/এসআর-০৩


বিষয়: মৃত্যু


আপনার মূল্যবান মতামত দিন:

Top