রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ট্রলির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৯

ফাইল ছবি

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের প্রাণহানি ঘটেছে। ভ্যানে করে মুরগি নিয়ে যাওয়ার সময় একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ভ্যানচালকের নাম জামাল উদ্দিন (৫২)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁচুবাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুধবার সকালে মুরগির গাড়ি (ভ্যান) নিয়ে যাওয়ার সময় একটি ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চালক তাৎক্ষণিক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়।

ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চালক তৎক্ষণাৎ পালিয়ে যাওয়ায় শুধু গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top