মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটিতে রাজশাহীর শাহীন

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটিতে উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন রাজশাহীর দুর্গাপুরের তরুণ সাংবাদিক রাকিবুল হোসেন শাহীন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, শাহীন দীর্ঘদিন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক সাথে সম্পৃক্ত রয়েছে কিন্তু দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের প্রায় ২০ বছর থেকে হয়নি কোন পূর্ণাঙ্গ কমিটি। সে কারণে যোগ্যতা থেকেও কোন পদ না পাওয়া। আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়েও রাজনৈতিক পরিচয় দেওয়ার মত কোন পদ না থাকায় এই বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের সাথে কথা বলেন, তার সংগঠনের প্রতি ভালোবাসা দেখে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদটি শূন্য থাকায় তাকে এই পদটি দেওয়া হয়েছে।
রাকিবুল হোসেন শাহীন বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠনের একজন কর্মী হতে পারে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে।
আরপি/এসআর-০৪
আপনার মূল্যবান মতামত দিন: