রাজশাহীতে পিকনিকের বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাইসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার পথে পিকনিকের বাসের চাপায় তিনি মারা যান।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে রাজশাহীর বানেশ্বর-চারঘাট মহাসড়কের খুদির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার ব্যবসায়ী।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাইসাইকেল যোগে আদরের মেয়েকে দেখতে বের হন তোফাজ্জল হোসেন। পথিমধ্যে সকাল সাড়ে আনুমানিক ৯টার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের খুদির বটতলা এলাকায় পৌঁছালে বানেশ্বর থেকে চারঘাট অভিমুখে আসা একটি পিকনিকের বাস তোফাজ্জল হেসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাথা থেতলে মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘাতক বাসটি থানায় নিয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য রিন্টু বলেন, তোফাজ্জল হোসেনের এক ছেলে এবং এক মেয়ে। মেয়েটির বিয়ে হয়েছে উপজেলার শলুয়া ইউনিয়নের জাফরপুর গ্রামে। মেয়ের বাড়ির মাত্র ১ কিলোমিটার দূরেই বাসটি বাবার প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় পুরও এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।
ওসি মাহবুবুল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং ঘাতক বাসটি আটক করে। তবে চালক পালিয়ে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরপি/ এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: