রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২

নিয়োগ পরীক্ষা: মোবাইলে ছোট বোনকে প্রশ্ন পাঠিয়ে বড় বোন বহিষ্কার


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:০২

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১৪:৩০

ফাইল ছবি

রাজশাহী নগরীতে এক সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় একজনকে বহিষ্কার করা হয়েছে। নিয়ম ভেঙ্গে পরীক্ষা কেন্দ্র মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে প্রশ্নের ছবি তুলে ছোট বোনের কাছে পাঠানোয় তাকে বহিষ্কার করা হয়।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হেতেমখা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

হেতেমখা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমিনুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত ওই পরীক্ষার্থীর নাম ইসরাত জাহান। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গম্বুজপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

অমিনুর রহমান বলেন, কর অঞ্চল রাজশাহীর নিয়োগ পরীক্ষা উপলক্ষে ইসরাত জাহান তার ব্যবহৃত মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নের ছবি তুলে তার ছোট বোনের কাছে পাঠান। এ অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মুচলেকা নিয়ে স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী রোববার তাদের আবারও ম্যাজিস্ট্রেট ডেকে পাঠিয়েছেন।

 

 

 

আরপি/এসআর-০৬


বিষয়: বহিষ্কার


আপনার মূল্যবান মতামত দিন:

Top