মা-ছেলে মিলে হেরোইন ব্যবসা, ডিবির হাতে ধরা
রাজশাহীতে অভিনব কায়দায় হেরোইন বিক্রির সময় মা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাতে রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর আন্ধারীপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় ওই মাদক কারবারিদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, একটি সিএনজি ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলো- চারঘাট উপজেলার মোক্তারপুর আন্ধারীপাড়া গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে রাজা (২২)।
ডিবির ওসি আব্দুল হাই জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চারঘাট উপজেলার মোক্তারপুর আন্ধারীপাড়া গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী ফরিদা বেগমের পাকা ছাদ বিশিষ্ঠ বসত বাড়ির পশ্চিম পাশে মেইন গেটের সামনে মাদক ব্যবসায়ীরা একটি সিএনজির মধ্যে অবস্থান করে হেরোইন বিক্রির জন্য অপেক্ষা করছে।
খবর পাওয়া মাত্রই রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হেরোইন বিক্রির সময় ফরিদা বেগম ও তার ছেলে রাজাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে মোট ৫০ গ্রাম হেরোইন, মাদক বহনকাজে ব্যবহৃত একটি সিএনজি এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
আরপি/এসআর-০২
আপনার মূল্যবান মতামত দিন: