রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৩ ০৫:৩৭

আপডেট:
৭ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৭

ছবি: গ্রেফতার আসামি

রাজশাহীতে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট সংরক্ষণের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রোববার (২২ জানুয়ারি) রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ছোট জামিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার যুবকের নাম ইমন আলী (১৯)। তিনি পুঠিয়া উপজেলার শিবপুরহাটের কাওছার আলীর ছেলে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, নগরীর বেলপুকুর থানার ছোট জামিরা গ্রামে আমবাগানের সামনে এক ব্যক্তি অবৈধদ্রব্যসহ অবস্থান করছে। এর প্রেক্ষিতে রোববার রাত সাড়ে ৭টার দিকে র‍্যাব-৫ এর ওই দল সন্দেহজনক আম বাগান এলাকায় প্রবেশ করা মাত্রই আসামি পালানোর চেষ্টা করে। এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি আসামি স্বীকার করে। জব্দ করা ইয়াবা অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিলেন বলেও জানান আসামি।

গ্রেফতার আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top