রাজশাহী শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২

চুক্তি করে টাকা নেওয়া বক্তাদের বয়কটের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৩ ০০:৪৯

আপডেট:
২৯ আগস্ট ২০২৫ ১১:০৩

ছবি: সংবাদ সম্মেলন

চুক্তি করে টাকা নেওয়া বক্তাদের বয়কট করাসহ ১৮ দফা প্রস্তাবনা দিয়েছেন রাজশাহীর তরুণ ইসলামী আলোচক হাফেজ মাওলানা মোস্তাকিম বিল্লাহ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে দেশের আলেম সম্প্রদায় ও ওয়াজ মাহফিল আয়োজকদের উদ্দেশে তিনি এসব প্রস্তাবনা দেন।

ইসলামী আলোচক মোস্তাকিম বিল্লাহ রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা।

লিখিত সংবাদ সম্মেলনে হাফেজ মাওলানা মোস্তাকিম বিল্লাহ ১৮ দফা প্রস্তাবনা দেন ।

প্রস্তাবনার মধ্যে আছে চুক্তি করে টাকা নেওয়া বক্তাদের বয়কট করা, ফাজিল (ডিগ্রি) পাশ ছাড়া মাহফিলে প্রধান বক্তা না করা, দেশের প্রখ্যাত আলেমদের নিয়ে ওলামা বোর্ড গঠন করে কুরআন-সুন্নাহ অনুযায়ী ওয়াজের নীতিমালা প্রণয়ন করা, ওয়াজ মাহফিলে বিপ্লবী ভাষণ বন্ধ করা, বক্তৃতায় সিনেমার গান, নাটক, হাসির আলাপ ও উদ্ভট কিচ্ছা-কাহিনী বন্ধ করা, হাসির গল্প বলে মাহফিলকে প্রশ্নবিদ্ধ করা বক্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রভৃতি।

মোস্তাকিম বিল্লাহ বলেন, এসবের বাইরে মাহফিল আয়োজকদেরও বেশ কিছু দায়িত্ব রয়েছে। বক্তাদের যথাযথ সম্মান ও সম্মানি প্রদান করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের হস্তক্ষেপ জরুরি।

এছাড়াও বক্তাদের বিভিন্ন সংগঠন ও পরিষদ থাকার পরও তারা টাকা চুক্তি করে মাহফিল করছেন কীভাবে এমন প্রশ্নও রাখেন তরুণ আলোচক।

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top