রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের পাশে থাকে: মেয়র লিটন


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৩ ০৯:৩২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৬:৩৮

ছবি: শীতবস্ত্র বিতরণ

একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের পাশে থাকে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জীবনতরী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে রাজশাহী নগরীর অসহায় দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বের ফলে পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ন্যায় বৃহৎ বৃহৎ প্রকল্প আজ দৃশ্যমান। একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের পাশে থাকে। যারা মানুষের বিপদে পাশে থাকে, তাদের পাশেই আপনাদের থাকতে হবে।

রাসিক মেয়র বলেন, বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। কেউ যেন গৃহহীন না থাকে এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ৩৯ লাখ গৃহহীন মানুষের জন্য গৃহ প্রদান করেছেন। রাজশাহীতে কেউ গৃহহীন থাকলে তাদের গৃহ প্রদান করা হবে।

মেয়র লিটন বলেন, সারা দেশে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতে অসহায় মানুষের পাশে শীতবস্ত্র প্রদান করতে সমাজের বিত্তবানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় শীতার্ত মানুষের জন্য ইতোমধ্যে শীতবস্ত্র প্রেরণ করেছেন, তা বিতরণ অব্যাহত রয়েছে।

জীবনতরী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

এসময় রাসিকের প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আহমেদ ইমতিয়াজ, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরজাহান বেগম, জীবনতরী সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ, অর্থ সম্পাদক তন্ময় আক্তার ঝুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top