লাগেজ ব্যাগে পাচার হচ্ছিলো মাদক, যুবক গ্রেফতার
রাজশাহীতে লাগেজ ব্যাগে অভিনব কায়দায় ফেনসিডিল ও ট্যাপেন্টাডল সংরক্ষণ করে পাচারের চেষ্টাকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় ২শ ৬৮ বোতল ফেনসিডিল, ২০ পিস ট্যাপেন্টাডল, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও একটি লাগেজ ব্যাগ জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনগত রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এসব তথ্য জানিয়েছেন।
গ্রেফতার যুবকের নাম উজ্জল হোসেন (৩১)। তিনি চারঘাট উপজেলার গোপালপুর এলাকার নাজির সরকারের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এক ব্যক্তি মাদকসহ ঢাকায় যাওয়ার জন্য অবস্থান করছে।
খবর পেয়ে র্যাবের ওই দল ঘটনাস্থলে পৌঁছামাত্রই আসামি পালানোর চেষ্টা করে। এসময় তার কাছে থাকা লাগেজ ব্যাগসহ গ্রেফতার করা হয়। ওই লাগেজ ব্যাগ থেকে ২৬৮ বোতল ফেনসিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে, উদ্ধার করা মাদকদ্রব্য অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ক্রয় করে ঢাকায় বিক্রির জন্য যেতে অবস্থান করছিল। এ ঘটনায় রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়েরের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরপি/এসআর-০৫
আপনার মূল্যবান মতামত দিন: