রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জনের মৃত্যু


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৩ ০৪:৩১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৫

ফাইল ছবি

রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজশাহীর পবা উপজেলার কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে ডাঙ্গেরহাট মহিলা কলেজের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়েন। তাদের মধ্যে দুই জন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এছাড়াও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। পলাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top