রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষের পর আগুন, কিশোর নিহত


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৩ ০৯:৪৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫০

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের নিহত হয়েছেন। মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোরের নাম বাচ্চু ইসলাম (১৮)। তিনি পুঠিয়া উপজেলার বিড়ালদহ বাজারের এমরান হোসেনের ছেলে।

তিনি বলেন, শুক্রবার দুপুরের দিকে নাটোর থেকে একটি হাইস মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিলো। অপরদিক থেকে একটি মোটরসাইকেল আসছিলো। পথিমধ্যে বিড়ালদহ বাজার এলাকায় গাড়ি দুইটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়। সংঘর্ষের পরপরই মাইক্রোবাসে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মাইক্রোবাসের কোনো যাত্রী আহত হন নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top