ট্রাভেল ব্যাগে ছিল পাঁচ কেজি গাঁজা!
রাজশাহীতে ট্রাভেল ব্যাগে অভিনব কায়দায় গাঁজা সংরক্ষণ করে পাচারের চেষ্টাকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় পাঁচ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার বড়বড়িয়া বেলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দিনগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতার যুবকের নাম আওয়াল ইসলাম (২৪)। তিনি চারঘাট উপজেলার বড়বড়িয়া বেলতলী এলাকার শামসুল ইসলামের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহীর চারঘাট উপজেলার বড়বড়িয়া বেলতলী এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।
খবর পেয়ে র্যাবের ওই দল ঘটনাস্থলে পৌঁছামাত্রই আসামি পালানোর চেষ্টা করে। এসময় তার ডান হাতে থাকা ট্রাভেল ব্যাগসহ গ্রেফতার করা হয়। ওই ট্রাভেল ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজশাহীর চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শুক্রবার (৬ জানুয়ারি) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে র্যাবের মিডিয়া বিভাগ।
আরপি/এসআর-০২
আপনার মূল্যবান মতামত দিন: