রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৩ ২২:২৮

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২১:০৯

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার ব্যক্তিগত সহকারীসহ (পিএস) আরও একজনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৪ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ইউপি সদস্যের নাম সেতাবুর রহমান বাবু (৩৫)। তিনি মাটিকাটা গ্রামের আতাবুর রহমানের ছেলে। এছাড়াও মাটিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য তিনি।

গ্রেফতার অন্যরা হলেন— ইউপি সদস্য বাবুর পিএস আলমগীর হোসেন (৪৮)। তিনি উজানপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। অপরজন একই এলাকার আব্দুর রউফের ছেলে আব্দুল্লাহ (৪০)।

ঘটনার বিবরণে ওসি আব্দুল হাই জানান, সেতাবুর রহমান বাবু পূর্ব থেকেই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। গতকাল (মঙ্গলবার) ইন্সপেক্টর আতিকসহ ডিবির এক টিম গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালায়। এসময় উপজেলার উজানপাড়া এলাকা থেকে একাধিক মামলার আসামি ও হেরোইন কারবারি বাবু মেম্বারকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

এসময় তার সহযোগী আলমগীর ও আব্দুল্লাহকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আজকে (বুধবার) আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top