সিল্কসিটি এক্সপ্রেসের আড়াইশো যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেসের ২৪২ যাত্রীকে জরিমানা করা হয়েছে। তাদের থেকে মোট ৩৬ হাজার ২২০ টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ অভিযান পরিচালনা করেন।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে রেল পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানের বর্ণনা দিয়ে তিনি বলেন, বুধবার বিকেলে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহীর ট্রেনে প্রচুর ভিড় ছিল। এ সময় মনসুর আলী রেল স্টেশন পর্যন্ত টিকিট বিহীন মোট ২৪২ জন যাত্রী পাওয়া যায়। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ৩৬ হাজার ২২০ টাকা আদায় করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
এছাড়াও জামতৈল স্টেশনে ধূমপান বিরোধী অভিযান চালানো হয়। সেখানে কিছু সিগারেট জব্দ করা হয় বলেও জানান রেল কর্মকর্তা।
আরপি/এসআর
বিষয়: জরিমানা সিল্কসিটি এক্সপ্রেস
আপনার মূল্যবান মতামত দিন: