রাজশাহীতে রেলের টিকিটসহ কালোবাজারি ধরা
রাজশাহী রেলওয়ে স্টেশন চত্ত্বর থেকে এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের গাড়ি পার্কিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার টিকিট কালোবাজারির নাম হাবিবুর রহমান হাবিব (৫০)। তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কলোনির আব্দুল হামিদের ছেলে।
ঘটনার বিবরণ দিয়ে উজ্জ্বল হোসেন বলেন, রেলের টিকিট কালোবাজারি রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেল থেকেই তৎপর হয় আরএনবির সদস্যরা। এসময় সন্দেহজনক চলাফেরা করা অবস্থায় হাবিবকে অনুসরণ করতে থাকে গোয়েন্দা টিম।
পরে স্টেশনের বাহিরে গাড়ি পার্কিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সাত আসনের ছয়টি টিকিট জব্দ করা হয়। টিকিটগুলোর মধ্যে পাঁচটি আজকের (সোমবার) ধূমকেতু এক্সপ্রেসের ও একটি আগামী ২৮ ডিসেম্বরের ধূমকেতু এক্সপ্রেসের।
গ্রেফতার আসামিকে রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে টিকিট কালোবাজারি রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: