রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

‘পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে আস্থা তৈরি করতে হবে’


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২২ ১০:৩৬

আপডেট:
২ মে ২০২৪ ১৬:৪৪

ছবি: রাজশাহী পোস্ট

পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক কনফারেন্সে তিনি এ কথা জানান।

‘পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস)’ প্রকল্পের আওতায় আরএমপি ও মানব কল্যাণ পরিষদ (এমকেপি) যৌথভাবে এই কমিউনিটি পুলিশিং ফোরাম কনফারেন্সের আয়োজন করে। দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু কালাম সিদ্দিক বলেন, দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

জঙ্গিবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জঙ্গিরা বিভিন্ন ব্যানারে কাজ করে। তাদের প্রতিহত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। জনগণের সাথে দূরত্ব কমিয়ে ভালো ব্যবহার করতে থানার সকল অফিসার ইনচার্জদের নির্দেশনা দেন আরএমপি প্রধান।

আরএমপি কমিশনার বলেন, আমাদের যুব সমাজ যেন জঙ্গিবাদে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অপর দিকে কেউ জঙ্গিবাদে জড়িয়ে পড়লে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মোটিভেশন করতে পারলেই এ ধরণের সেমিনার সার্থক হবে।

সহিংস উগ্রবাদ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদারকরণে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে আরএমপি কমিশনারকে সম্মাননা স্মারক দেয় মানব কল্যাণ পরিষদ (এমকেপি) ও কমিউনিটি পুলিশিং ফোরাম রাজশাহী মহানগর।

অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর সাদাত সদরুদ্দিন শিবলী প্রমুখ বক্তব্য রাখেন।

কনফারেন্সে আরএমপির উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষণ বানার্জী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহম্মদ আব্দুর রকিব, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মনিরুল ইসলাম, দি এশিয়া ফাউন্ডেশন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদীন, প্রোগ্রাম অফিসার সফিউল আওয়াল, মানব কল্যাণ পরিষদের কর্মসূচি সমন্বয়কারী বশির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ 'কমিউনিটি পুলিশিং' ব্যবস্থা। কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে 'কমিউনিটি পুলিশিং ফোরাম' গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top