রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলী তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেল আরোহী যুবকের নাম মোহাম্মদ কামরুজ্জামান রুবেল (৩২)। তিনি নগরীর অদূরে কাটাখালীর মাসকাটাদীঘির মৃত কালাম ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের স্ত্রী সন্তান প্রসব করেন। রুবেল সেখান থেকে এসে খড়খড়ি বাইপাস থেকে বাজার করে শ্বশুরবাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে শুক্রবার বেলা ১১টার দিকে খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেল চালক রুবেলকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তৎক্ষণাৎ ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ রুবেলের মরদেহ উদ্ধার করে।
ওসি আনোয়ার আলী তুহিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। দুর্ঘটনার সাথে সাথে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরপি/এসআর-০৬
বিষয়: মৃত্যু সড়ক দুর্ঘটনা
আপনার মূল্যবান মতামত দিন: