রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

নগরীতে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২২ ০৩:১৪

আপডেট:
৮ ডিসেম্বর ২০২২ ০৩:২৮

ছবি: পরিদর্শন

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের আওতায় নগরীর বর্ণালী ফিশারী অফিস মোড় হতে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এ্যাসফাল্ট কার্পেটিং রাস্তার কাজ চলমান রয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এ প্যাকেজের আওতায় উপশহর, তেরখাদিয়া এলাকায় প্রায় ৪ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ করা হচ্ছে। বর্তমানে বর্ণালী ফিশারী অফিস মোড় হতে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত ৭শ মিটার কাজ চলছে।

পরিদর্শনকালে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, উপ-সহকারী প্রকৌশলী আলমতি শরাফুদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top