রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১

বাঘায় সাত জুয়াড়ি গ্রেফতার


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২২ ১০:৩৯

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২১:০৩

ছবি: গ্রেফতার জুয়াড়ি

রাজশাহীর বাঘায় জুয়া খেলার অপরাধে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে প্লেইং কার্ড, নগদ ৫ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়।

রোববার (৪ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বেলগাছি গ্রামের আনারুল ইসলামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাদের। 

গ্রেফতারকৃতরা হলেন- বাঘা পৌর এলাকার হিজলপল্লী গ্রামের মৃত সুকচান আলীর ছেলে রনি আহম্মেদ (২৪), মোহাম্মদ আলীর ছেলে মামুন হোসেন (২৩), মকবুল হোসেনের ছেলে হোসেন আলী (১৮), হারুন আলীর ছেলে আশরাফ আলী (৪৮), হামজের আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪২), বাড়ির মালিক বেলগাছি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আনারুল হোসেন (৪৫), পাবনার জেলার আমিনপুরের সাগরকান্দি গ্রামের শাহিন খানের ছেলে আরিয়ান খান পিয়াস (২১)।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে মামলা দিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top