রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে নারী নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২২ ০৭:০১

আপডেট:
১ ডিসেম্বর ২০২২ ০৭:০৭

রাজশাহীর তানোর উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের ২০ নারীকে নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে মহানগরীর একটি রেস্তোরাঁয় আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদের নেতৃত্ব বিষয়ক গুণাবলীর উপর বিভিন্ন সেশন পরিচালনা করা হয়।

এসময় বেসরকারী উন্নয়ন সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের সমন্বয়কারী সাবরীনা মমতাজ, জেলা ব্যবস্থাপক হাসিবুল হাসান পল্লব সেশন পরিচালনা করেন।

এছাড়াও ডাটা এনালিস্ট প্রশিক্ষণে সহায়তা করেন জসুয়া তুষার, মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার সাব্বির ইসলাম।

প্রশিক্ষণে অংশগ্রহনকারী নারীরা বলেন, নারী ও শিশু নির্যাতন এখন প্রতিনিয়ত ঘটছে, আমরা এ প্রকল্পের মাধ্যমে তা প্রতিহত করবো।

এই প্রশিক্ষণে শিক্ষার্থী এনজিও কর্মী, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার নারী প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

উল্লেখ্য, আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা জানান, মূলত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী পালন করা অগ্নি প্রকল্পের কাজ।

এ কাজে সূশীল সমাজের প্রতিনিধিদের সম্পক্ত হওয়া সামাজিক দায়বদ্ধতা। অগ্নি প্রকল্প নিয়ে ব্রাক এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। এ প্রকল্পের কার্যক্রম রাজশাহী ও গাজীপুর জেলায় পরিচালিত হচ্ছে।

 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top