বসত বাড়িতে জুয়ার আসর, তাস ও অর্থসহ গ্রেফতার ১২
রাজশাহীতে এক বসত বাড়িতে চলা জুয়ার আসরে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জুয়া খেলা অবস্থায় ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) দিনগত গভীর রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকায় পদ্মা নদীর ধারের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। ওই আসর থেকে পাঁচ সেট তাস ও নগদ ২০ হাজার ৩১০ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার জুয়াড়িরা হলেন নগরীর বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর খরবোনার মৃত আশরাফুলের ছেলে কালু (৩৫), রামচন্দ্রপুরের আতর আলীর ছেলে শফি (৩৮), সৈয়দ আলীর ছেলে শিশির (৩২), সাজ্জাদ আলীর ছেলে স্বপন (৩২), শেখেরচকের মৃত আবুল হোসেনের ছেলে রিপন (৩৭), বেলদারপাড়ার শ্রী অখিল সরকারের ছেলে শ্রী অলক সরকার (২৮), হেঁতেমখাঁর মোস্তাকের ছেলে সোহাগ (২৭), হাদীর মোড়ের আয়নাল আলীর ছেলে ওমর আলী (৩৮), দুলালের ছেলে রকি (৩৫), আক্কাস আলীর ছেলে কাওসার আলী (৪৪), মাদারীপুরের গলাচিপা উপজেলার ভাংড়া গ্রামের মৃত শাহ্ আলমের ছেলে জুয়েল (২৮), কালকিনি উপজেলার চর দৌলতপুর এলাকার মৃত মোশারফের ছেলে শফিকুল ইসলাম (৪৮)।
উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকায় পদ্মা নদীর ধার এলাকার একটি বসত বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে জুয়া খেলা অবস্থায় ওই ১২ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় নগদ ২০ হাজার ৩১০ টাকা ও জুয়া খেলার সামগ্রী পাঁচ সেট তাস জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
আরপি/এসআর-০৫
আপনার মূল্যবান মতামত দিন: