রাজশাহীতে তলা ফেটে নৌকাডুবি, দুই নারীর মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকার তলা ফেটে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় নদীতে ডুবে দুই নারীর প্রাণহানি হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নারীরা হলেন, পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামের মৃত আলম হোসেনের স্ত্রী রাশেদা বিবি (৪৫) এবং সুমন হোসেনের স্ত্রী আশিয়া বেগম ওরফে আসেনুর (৫০)।
ঘটনাসূত্রে জানা যায়, সোমবার সকালে সোনাইকান্দী গ্রামের প্রায় ১৫-২০ জনের নারী-পুরুষের একটি দল পদ্মার চরে খড় কাটতে যান। বিকেলে ফেরার সময় যাত্রাপথে নৌকার তলা ফেটে ডুবে যায়।
এসময় বাকিরা সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও দুই নারী পদ্মার পানিতে তলিয়ে যান। এর কিছুক্ষণ পরে কয়েক কিলোমিটার দূরের ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
ওসি ওবায়দুল হক বলেন, স্থানীয় ১৫/২০ জন নারী-পুরুষ নৌকা নিয়ে আসার সময় তলা ফেটে ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে ওই দুই নারীর লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: