নেই পেয়াঁজ, আছে ব্যাগ আর ইটের লাইন
সারা দেশের ন্যায় রাজশাহীতেও গত রোববার থেকে খোলা বাজারে নায্য মূল্যে টিসিবির পেয়াঁজ বিক্রি শুরু হয়। নগরবাসী বাজারের চেয়ে কম মূল্যে পেঁয়াজ কিনতে ছুঁটে আসেন টিসিবিরি গাড়ির সামনে। পুলিশ পাহারায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ক্রেতাদের।
একজন ক্রেতা প্রতি কেজি পেয়াঁজ সংগ্রহ করেন ৪৫ টাকা দরে । প্রায় প্রতিদিনই পেঁয়াজ সংগ্রহ করাকে কেন্দ্র করে অসংখ্য মানুষের ঢল নামে। আর অপেক্ষায় থাকতে হয় সাধারণ মানুষদের।
আজ দীর্ঘদিনের অপেক্ষার শুরুটাই যেন্ পণ্ড হয়ে গেছে। মহামান্য রাষ্ট্রপতির রাজশাহীতে আগমন উপলক্ষে টিসিবি কর্তৃক পেয়াঁজ বিক্রি সাময়িক স্থগিত করা হয়েছে। বিষয়টি জানতেন না ক্রেতারা। যার কারণে শনিবার থেকেই পেয়াঁজের জন্য লম্বা লাইন দিয়ে দাড়িয়ে থেকে বিরক্তি প্রকাশ করেন তারা।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: