ট্রাক চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুরগীর বিষ্টাবাহী ট্রাকের চাপায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রাসেল হোসেন (২০)। তিনি একই পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের উত্তর কাজিপাড়ার আলমগীর হোসেনের ছেলে।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মোটরসাইকেল চালিয়ে মুরগীর বিষ্টাবাহী ট্রাকটিকে ওভারটেক করার সময় ওই ট্রাকে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় রাসেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার পরপরই ওই ট্রাক পালিয়ে যায়। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আরপি/এসআর-০৩
বিষয়: সড়ক দুর্ঘটনা
আপনার মূল্যবান মতামত দিন: