রাজশাহীতে রাষ্ট্রপতির আগমনে নগরীজুড়ে কড়া নিরাপত্তা
ছবি: রাজশাহী পোস্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমাবর্তনে যোগ দিতে দুইদিনের সফরে রাজশাহীতে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার আগমনে নগরীতে কড়া নিরাপত্তা বিধান করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ( আরএমপি)।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ে নামার কথা রয়েছে রাষ্ট্রপতির।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাবি ও রুয়েটের সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়াও সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার রাবিতে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণের পর তাকে ফুলেল অভ্যর্থনা ও লালগালিচা সংবর্ধনা দেয়া হবে।
আরপি/এমএইচ
বিষয়: রাজশাহী রাবি রাষ্ট্রপতি কড়া নিরাপত্তা
আপনার মূল্যবান মতামত দিন: