রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

এইচএসসি ও আলিম পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২২ ০২:৩৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৫:৩৩

ফাইল ছবি

এইচএসসি, আলিম এবং এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ৬ নভেম্বর হতে ১৩ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী মহানগরীর ২৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি, আলিম এবং এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হবে।পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো: আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

তিনি বলেন,পরীক্ষার দিন ৬ নভেম্বর, ২০২২ তারিখ হতে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্ন বর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষার কেন্দ্রসমূহ হলোঃ (১) নিউ গভঃ  ডিগ্রী কলেজ, রাজশাহী, (২) রাজশাহী সরকারী মহিলা কলেজ, রাজশাহী, (৩) রাজশাহী সরকারী সিটি কলেজ, রাজশাহী , (৪) শাহমখদুম কলেজ, রাজশাহী, (৫) রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী , (৬) মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী, (৭) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (৮) বরেন্দ্র কলেজ, রাজশাহী, (৯) শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী, (১০) রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (১১) রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, (১২) রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ,রাজশাহী, (১৩) নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, পবা, রাজশাহী, (১৪) নওহাটা মহিলা  কলেজ, পবা, রাজশাহী, (১৫) মদিনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী, (১৬) রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, রাজশাহী , (১৭) নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা, পবা, রাজশাহী, (১৮) মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট,কাটাখালী,  (১৯) হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, রাজপাড়া, (২০) জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, মাতৃকা ভবন,ঘোড়ামারা, বোয়ালিয়া, (২১) লোকনাথ উচ্চ বিদ্যালয়,বোয়ালিয়া, (২২) আইন মহাবিদ্যালয়, বোয়ালিয়া, (২৩) নওহাটা উচ্চ বিদ্যালয়, পবা।

তিনি বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরপি/ এসএইচ ০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top