রাজশাহী সোমবার, ১৪ই অক্টোবর ২০২৪, ৩০শে আশ্বিন ১৪৩১

বাঘা

বাঘায় চুলার আগুনে পুড়লো তিনটি ঘর: ২ লক্ষ টাকার ক্ষতি


প্রকাশিত:
২৩ আগস্ট ২০১৯ ০৭:১৫

আপডেট:
১৪ অক্টোবর ২০২৪ ২১:১৮

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় চুলার আগুন থেকে তিনটি ঘর পুড়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রান্না ঘরের চুলার আগুন থেকে উপজেলার পাকুড়িয়া গ্রামের সুজন আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ ২০ হাজার টাকাও পুড়ে গেছে বলে ওই বাড়ির মালিক সুজন আলী জানায়। 

স্থানীয়রা ও চারঘাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে।এ সময় চারঘাট ফায়ার সার্ভিসের টিম প্রধান জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে পাশের বাড়িগুলো রক্ষা করতে সক্ষম হয়েছি। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে সুজন আলীর তিনটি ঘর পড়ে গেছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারকে শুকনা খাবার দেয়া হয়েছে। এছাড়া দু/এক দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেন উপজেলার এই নির্বাহী অফিসার। 

আরপি / এম 



আপনার মূল্যবান মতামত দিন:

Top