রাজশাহী-কক্সবাজার ফ্লাইটের টিকিট বিক্রি শুরু

অবশেষে চালু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত রাজশাহী থেকে কক্সবাজার সরাসরি বিমান চলাচল। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় নভোএয়ার কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করেছেন।
জানা যায়, আগামী ১৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের ১ম ফ্লাইট রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজার পৌঁছানোর সম্ভাব্য সময় ধরা হয়েছে দুপুর ১২টা।
রোববার (৩০ অক্টোবর) অনলাইনে এই রুটের টিকেট বিক্রি শুরু করেছে নভোএয়ার।
বিষয়টি নিশ্চিত করে নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, আজ (রোববার) থেকে রাজশাহী-কক্সবাজার রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রোববার বিকাল সোয়া ৩টায় কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে দেড় ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি।
গত ২৬ অক্টোবর রাসিক ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সাথে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে।
আরপি/ এসএডি-8
বিষয়: রাজশাহী-কক্সবাজার ফ্লাইট
আপনার মূল্যবান মতামত দিন: