বাঘায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন
27-10-22-2022-10-27-18-10-32.jpg)
রাজশাহীর বাঘায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার তেঁথুলিয়া বাজারে “আপন এন্টার প্রাইজ’’ এর পরিচালক নাসির উদ্দিন বাবুর মাধ্যমে এই এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বাঘা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আশরাফুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বাঘা উপঝেলা পরিষদ চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।
এ সময় রাজশাহী সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি.জি.এম) সৈয়দ মো. তৌহিদুল হক এই এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান,শরিফাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম টগর ও উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া বাজার শাখার সোনালী বাংকের এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক নাসির উদ্দিন বাবু।
আরপি/এসএডি-10
বিষয়: বাঘা সোনালী ব্যাংক
আপনার মূল্যবান মতামত দিন: