রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২২ ০৩:৪৪

আপডেট:
২৮ অক্টোবর ২০২২ ০৩:৪৪

ফাইল ছবি

রাজশাহীতে সাপের ছোবলে সাপুড়ের শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে মৃত্যু হয়েছে।বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

সাপুড়ের নাম সুমন (৩০)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর পশ্চিম পাড়ার আলতাফ হোসেনের বাড়িতে সাপ ধরতে যায় সুমন। এসময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। সেখান থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়েই রাতে শুয়ে পড়েন সুমন।

এরমধ্যে রাত আনুমানিক ১২টার দিকে তার শরীরে বিষক্রিয়া শুরু হলে সুমন তার খালাতো ভাই সবুজকে জানান, সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন। তার শরীরে বিষক্রিয়া শুরু হয়েছে। এসময় দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেন তিনি। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

আরপি/এসএডি-8



আপনার মূল্যবান মতামত দিন:

Top