রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

বাঘায় জুয়ার আসর থেকে টাকাসহ গ্রেপ্তার ৮


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২২ ০৩:০৩

আপডেট:
২৫ অক্টোবর ২০২২ ০৪:৪৮

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ।এসময় তাদের কাছে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৪ সেট ডন প্লেইং কার্ড (তাস) নগদ ২ হাজর ১৫ টাকা উদ্ধার করা হয়।

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর এলাকায় টাকা দিয়ে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয় তাঁদের। 

গ্রেপ্তারকৃতরা হলো- মো হান্নান মুন্সি (৪৫), পিতা-মৃত জলিল মণ্ডল গ্রাম- আলাইপুর (মহাজনপাড়া), মো. সুজন আলী(২৬), পিতা-মো. আকরাম আলী (মহাজনপাড়া) , মো. রাহাত আলী(৪০), পিতা-মৃত উম্মর আলী হরিরামপুর (খান্দারপাড়া) , মো. ইন্নাল আলী(৩৮), পিতা-মো. শামসুল হুদা (খান্দারপাড়া) , মো. আব্বাস আলী(৩৩), পিতা-মৃত আব্দুল গফুর , ভানুকর (চরপাড়া), মো. আতিকুর রহমান(২৬), পিতা-মৃত কাজিমুদ্দিন (চরপাড়া),মো. রাশেদ আলী(৩৩), পিতা-মো. বিচ্ছাদ আলী (মাদ্রাসা মোড়), মো. শিমুল(৩০), পিতা- মো. আব্দুল কুদ্দুস (মাদ্রাসা মোড়)। সকলে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাসিন্দা ।

এছাড়াও পৃথক অভিযান চালিয়ে পরিচালনা করে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাঘা থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, প্রকাশ্য জুয়া খেলা অবস্থায় টাকাসহ ৮ জন এবং পরোয়ানাভুক্ত দুই আসামিসহ ১০ জন গ্রেপ্তার হয়। সোমবার (২৪ অক্টোবর) জুয়াড়ি ৮ জনের নামে জুয়া আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরপি/ এসএইচ 04

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top