রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীতে ৮০৫ বোতল এ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ১


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ০৫:১৬

আপডেট:
২০ অক্টোবর ২০২২ ০৫:২১

ফাইল ছবি

রাজশাহী মহানগরীতে ৮০৫ বোতল এ্যালকোহলসহ ফয়জুল ইসলাম শিলন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বেলা ১২ টার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে।

বুধবার (১৯ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত ফয়জুল ইসলাম শিলন (৩৮) কুষ্টিয়া জেলার সদর থানার ঢাকা জগতি এলাকার মৃত রাকিবুল ইসলামের ছেলে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান এবং এসআই মো: নুরন্নবী হোসেন ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ী তার ভাড়া বাড়িতে এ্যালকোহল বিক্রয় করছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আরএমপি মুখপাত্র।

আরপি/ এসএইচ ১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top