রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০১৯ ২২:০০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৫

ফাইল ছবি

রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এ ঘটনাটি ঘটে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ গজ দূরে ইঞ্জিন বিকলের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান।

স্টেশনের মাস্টার আব্দুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐল টেক আট পয়েন্ট পার হওয়ার ১০০ মিটার অতিক্রম করলে ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি আরোও বলেন, এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জামতৈল রেলওয়ে স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top