রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে নতুন সড়ক আইন নিয়ে নিসচার প্রচারণা


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০১৯ ০৯:৪৮

আপডেট:
২৮ নভেম্বর ২০১৯ ০৯:৫০

নিসচার প্রচারণা

রাজশাহীতে নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ নিয়ে প্রচারণা চালিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। বুধবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় সংগঠনের জেলা শাখার পক্ষ থেকে এ প্রচার-প্রচারণা চালানো হয়।

এ সময় চালক, পথচারী, যাত্রীসহ সাধারণ মানুষের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। তাদের আহ্বান জানানো হয় ট্রাফিক আইন মেনে চলতে। হ্যান্ডমাইকে করে নতুন আইন কার্যকর বিষয়েও প্রচার চালানো হয়।

নিসচার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুনার রশিদ, যুব বিষয়ক সম্পাদক সাবান আলী দিলীপ, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহাব, কার্যকরী সদস্য মামুনুর রশিদ সিদ্দিক এই প্রচারণায় অংশ নেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top