রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ভ্যান চালককে ছুরিকাঘাত


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২২ ০১:২৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:০৫

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় এক ভ্যান চালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। যাত্রী সেজে ভ্যান ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করেছে বলে জানা যায়।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাঘা উপজেলার বাগসায়েস্তা গ্রামের ফাঁকা সড়কে এ ঘটনা ঘটে।

আহত ভ্যান চালকের নাম রাব্বি আহমেদ। তিনি বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের মাজদার রহমানের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাঘাবাজার থেকে দু’জন যাত্রীসহ ভ্যান নিয়ে বাগসায়েস্তার দিকে রওনা হয় রাব্বি আহমেদ। যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বাগসায়েস্তার ফাঁকা রাস্তায় পৌঁছলে ভ্যান থামাতে বলে। তারা রাব্বির পকেটে থাকা মোবাইল ও ৬০০ টাকা কেড়ে নিয়ে ভ্যান ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এক পর্যায়ে রাব্বি ভ্যান দিতে না চাইলে তার গলায় ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে এক ভ্যান চালককে ছুরিকাঘাতের ঘটনা শুনছি। এ বিষয়ে তদন্ত চলছে, অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top