রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহী বাথরুমের ভেতরে মিললো বিদেশি অস্ত্র, গ্রেফতার ১


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২২ ০৪:০২

আপডেট:
৭ ডিসেম্বর ২০২৪ ০৯:০৯

সংগৃহিত

রাজশাহীতে বসতবাড়ির বাথরুমে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর ওই দল।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে নগরীর মতিহার থানার ডাসমারী ফরাজী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম ফরহাদ আহমেদ রকি (২৪)। তিনি একই এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে।

এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুইটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এসব তথ্য জানিয়েছে।

র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, নগরীর মতিহার থানার ডাসমারী ফরাজী পাড়ায় এক বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে।

খবর পেয়ে র‍্যাবের ওই দল সন্দেহভাজন বসতবাড়িতে অভিযান চালালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। র‍্যাব-৫ তাকে ঘটনাস্থলেই হাতেনাতে গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে, ওই বাড়ির একটি নির্মাণাধীন বাথরুমের ভেতর প্লাস্টিকের ব্যাগে থাকা পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

এ ঘটনায় নগরীর মতিহার থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

আরপি/ এসএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top