রাজশাহী বৃহঃস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১

৫৮ গরুর ভারতে অনুপ্রবেশ, পতাকা বৈঠকে ফেরত


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৭

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০১:০৯

ছবি: রাজশাহী পোস্ট

ছবি: রাজশাহী পোস্ট

ঘাস খেতে খেতে বাংলাদেশের ভূখণ্ড পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করছিল ৫৮টি গরুর একটি পাল। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির মাধ্যমে গুরুগুলো ফেরত পাঠিয়েছে বিএসএফ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মুচলেকা দিয়ে বিজিবির কাছ থেকে গরুগুলো বুঝে নেয় বাংলাদেশি নাগরিক।

এর আগে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী ব্যাটালিয়নের (বিজিবি-১) আওতাধীন খিদিরপুর বিওপি এলাকায় ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে বিজিবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাব্বির আহমেদ জানান, শনিবার বিকেল ৪টার দিকে খিদিরপুর বিওপির সীমান্ত পিলার-১৫৯/৪-এস এলাকা দিয়ে এক বাংলাদেশি নাগরিকের ৫৮টি গরু ভারতের আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। টের পেয়ে ১১৭ বিএসএফ ব্যাটালিয়নের রাজানগর ক্যাম্পের টহল দল গরুগুলো জব্দ করে নিয়ে যায়।

জানতে পেরে গরুগুলো ফিরিয়ে আনতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। তারা আহ্বানে সাড়া দিলে বিকেল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত ওই পতাকা বৈঠক চলে। ওই সময় গরুগুলো বিজিবির কাছে ফিরিয়ে দেয় বিএসএফ।

শনিবার সকালে ফিরিয়ে আনা গরুগুলো মুচলেকা নিয়ে মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে বাংলাদেশি নাগরিকদের গবাদিপশু ভারতের অভ্যন্তরে প্রবেশ না করে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানায় বিজিবি।

এসময় বিজিবি-১ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, ৮নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top