রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

নেশার টাকা না পাওয়ায় গলায় ফাঁস


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৭:১০

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ‘নেশার টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন’ বলে ধারণা স্থানীয়দের।

খবর পেয়ে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুঠিয়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (২৬)। তিনি উপজেলার বানেশ্বর ইউনিয়নের জায়গীরপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তরিকুল ইসলাম একজন মাদকাসক্ত যুবক। তবে ঠিক কী কারণে সে এমন কাজ করেছে কেউ বলতে পারছে না।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতের কোনো এক সময় সে এ ঘটনা ঘটায়। এ দিন রাতে তার পরিবারের লোকজন কেউ বাসায় ছিল না। আর সে মানসিকভাবে অসুস্থ ছিল। সেই সুযোগে মাদকের টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়েছে হয়ত।

তিনি আরও বলেন, শনিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

আরপি/ এসএইচ ০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top