রাজশাহীতে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ মোসা: রজিনা বেগম (২৬) নামের ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধা পৌনে ৬টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় তাকে হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত মহিলা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদোবুড়ি এলাকার মো: আরিফের স্ত্রী।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জান, বুধবার সন্ধা পৌনে ৬টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকা থেকে এক মহিলা গাঁজা বিক্রয়ের সময় আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আরএমপি মুখপাত্র।
আরপি/ এসএইচ ১১
বিষয়: রাজশাহী মাদক ব্যবসায়ী পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: