রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:৩৫

সংগৃহিত

রাজশাহীর বাঘায় সাপের কামড়ে টুলু বেগম (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নিজ ঘরে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত টুলু বেগম উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি বিনিময়াড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বিষধর সাপ ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে সকালে তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, সাজ্জাদ হোসেন বলেন, তার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন এবং আইনগত ব্যবস্থা নেবেন।

 

আরপি/ এসএইচ ০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top