রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

ওষুধ নয় ফ্রিজে রাখতো কাঁচা মাছ


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০১:৪৭

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীর একটি ব্লাড ব‌্যাংকের ফ্রিজে মাছ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় নগরীর ল‌ক্ষ্মীপ‌ুর ঝাউতলা এলাকার নিউ সেফ ব্ল‌াড ব‌্যাংককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ সে‌প্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যাল‌য়ের সহকারী‌ পরিচালক মাসুম আলী।

তিনি বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে নগরীর ল‌ক্ষ্মীপুর ঝাউতলা এলাকার নিউ সেফ ব্ল‌াড ব্যাংকে অভিযান চালানো হয়। সেখানকার ওষুধ রাখার ফ্রিজে কাঁচা মাছ পাওয়া যায়। এছাড়াও ল‌্যা‌বে মেয়াদোত্তীর্ণ স‌্যা‌নিটাইজার ব‌্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এ ঘটনায় সেফ ব্ল‌াড ব‌্যাংককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে নগরীর উপশ‌হর এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার মা‌য়ের দোয়া ভ‌্যারাইটিজ স্টোর মেয়াদোত্তীর্ণ শিশু খাদ‌্য বিক্রয়ের জন‌্য প্রদর্শন করছিল।

খোলা নিত‌্যপণ্যের মূল‌্য তা‌লিকাও ছিল না প্রতিষ্ঠানটির। এ ঘটনায় মা‌য়ের দোয়া ভ‌্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা জ‌রিমানা ও সতর্ক করা হয়। জনস্বা‌র্থে এ অভিযান চলবে বলেও জানান মাসুম আলী।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top