রাজশাহীতে চোরাই গরুসহ গ্রেফতার ৬
রাজশাহী নগরীর সিটিহাট থেকে ৯টি চোরাই গরুসহ ৬ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ আগস্ট) শাহমখদুম থানা পুলিশ নগরীর সিটি হাট থেকে চোরাই গরুসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শিংনগর ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে হাকিম (৩৩), তার বড় ভাই মাহবুব (৪৪), একই গ্রামের শাহিন আলম (৩৬), মখলেছুর রহমান (৩৭), মাহাতাব (৫০) ও সুমন আলী (২০)।
পুলিশ জানায়, শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট থেকে গরু চুরি হয়। গরুগুলোর মালিক খাসেরহাট গ্রামের সেতাব উদ্দিনের ছেলে আব্দুল খালেক। শনিবার সন্ধ্যার আগে গরুগুলি খাসেরহাট মাঠে চরছিল। গরুর মালিক ওই রাতে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ওসি মেহেদী হাসান বলেন, শিবগঞ্জ থানায় অবগত করা হয়েছে। যেহেতু সেই থানায় চুরির অভিযোগ হয়েছে। তাদের হেফাজতি বুঝিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
আরপি/ এসএডি-৪
আপনার মূল্যবান মতামত দিন: