রাজশাহী বৃহঃস্পতিবার, ১৫ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২

নগরীতে ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২২ ০১:১৯

আপডেট:
১৫ জানুয়ারী ২০২৬ ১৬:৩৭

ছবি: সংগৃহীত

অপরাধমুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮ জন জুয়াড়ি আটক হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত সোয়া ১১ টার দিকে সরকারী গাড়ীযোগে মতিহার থানাধীন চরশ্যামপুর সাকিন এলাকা থেকে হাতেনাতে তাদের আটক করা হয়।

এতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদ।

এসময় তাদের কাছে থেকে ৪ সেট খোলা তাস, নগদ ১৩ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নগরীর সাতবাড়ীয়া এলাকার মৃত চাহার উদ্দিন শেখের ছেলে মোঃ লালচাঁন চান্দু (৫৫), একই এলাকার দাউদ শেখের ছেলে মোঃ হায়দার আলী(৪৮), আঃ মজিদের দাউদ শেখের ছেলে মোঃ তোজাম্মেল আলী(৩২) ও মোঃ শুকুর আলীর ছেলে মোঃ রাজ্জাক আলী(৩৫)।

এছাড়া নগরীর মতিহার থানাধীন চরশ্যামপুর এলাকার মৃত দেহেজ মন্ডলের ছেলে মোঃ আরমান মন্ডল(৬০), মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোঃ জামিরুল ইসলাম আতিয়ার (৩৬), মোঃ শুকচাঁন আলীর ছেলে মোঃ ফয়সাল আলী(২০) ও মৃত আঃ রশিদ মিনুর ছেলে মোঃ আনোয়ার হোসেন গুলি(৫০)।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১১ টার দিকে সরকারী গাড়ীযোগে মতিহার থানাধীন চরশ্যামপুর সাকিন এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

মতিহার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আরপি/ এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top